অধ্যয়নের জন্য পরামর্শ
প্রতিদিন আপনার বাইবেল পড়ার তালিকা বজায় রাখুন
প্রতিদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই আপনার পক্ষে কি প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়া কঠিন বলে মনে হয়? (যিহো. ১:৮) যদি তা-ই হয়, তা হলে এখানে দেওয়া যেকোনো একটা পরামর্শ কাজে লাগাতে পারেন:
প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখুন: বাইবেল পড়ার জন্য আপনার যেকোনো ইলেকট্রনিক ডিভাইসে অ্যালার্ম দিয়ে রাখুন।
এমন জায়গায় বাইবেল রাখুন, যেখানে আপনার চোখ পড়বে। আপনি যদি ছাপানো বাইবেল ব্যবহার করেন, তা হলে সেটি এমন জায়গায় রাখুন, যাতে আপনি প্রতিদিন সহজেই তা দেখতে পান।—দ্বিতীয়. ১১:১৮.
অডিও রেকর্ডিংগুলো শুনুন। প্রতিদিন কাজ করার সময় বাইবেলের অডিও রেকর্ডিংগুলো শুনুন। তারা নামে একজন মা, যিনি একজন অগ্রগামী, তিনি নাইট সিফটে কাজ করেন, তিনি এই বিষয়ে বলেন: “বাড়ির কাজ করার সঙ্গেসঙ্গে বাইবেলের অডিও রেকর্ডিংগুলো শোনা, আমাকে প্রতিদিন বাইবেল পড়তে সাহায্য করে।”
প্রচেষ্টা করে চলুন। হঠাৎ যদি কোনো কারণে আপনি বাইবেল পড়তে না পারেন, তা হলে ঘুমাতে যাওয়ার আগে অন্ততপক্ষে কয়েকটা পদ পড়তে পারেন। এমনকী কয়েকটা পদ পড়লেও আপনি উপকৃত হবেন।—১ পিতর ২:২.