কীভাবে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি?
বাইবেলের উত্তর
কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সেই বিষয়ে বাইবেলে চমৎকার নির্দেশনা রয়েছে। এটি আমাদের ‘প্রজ্ঞা [এবং] বোঝার ক্ষমতা অর্জন করতে’ সাহায্য করে। (হিতোপদেশ ৪:৫, NW) কোনো কোনো ক্ষেত্রে, বাইবেল নির্দিষ্টভাবে আমাদের জানায় যে, কোনটা সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। অন্যান্য ক্ষেত্রে এটি আমাদের এমন পরামর্শ দেয়, যা আমাদের বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
এই প্রবন্ধে রয়েছে
ইতিমধ্যে আমি যে-সিদ্ধান্ত নিয়েছি, তা কি আমার পরিবর্তন করার উচিত?
কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর আমি যদি তা পরিবর্তন করতে না পারি, তা হলে?
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু পরামর্শ
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বাইবেল বলে: “সতর্ক ব্যক্তি প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করে।” (হিতোপদেশ ১৪:১৫, NW) আপনি যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, তা হলে আপনি হয়তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপেক্ষা করে ফেলবেন। আপনি কোনটা বাছাই করবেন, সেই বিষয়ে ভালোভাবে চিন্তা করার জন্য সময় করে নিন।—১ থিষলনীকীয় ৫:২১.
কেবল আবেগ ও অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। বাইবেল আমাদের এই বিষয়ে সাবধান করে যে, আমরা সবসময় আমাদের হৃদয়ের উপর আস্থা রাখতে পারি না। (হিতোপদেশ ২৮:২৬; যিরমিয় ১৭:৯) উদাহরণস্বরূপ, আমরা যখন রেগে থাকি, হতাশ থাকি, নিরুৎসাহিত থাকি, অস্থির থাকি অথবা এমনকী ভীষণ ক্লান্ত থাকি, তখন আমরা হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না।—হিতোপদেশ ২৪:১০; ২৯:২২.
প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করুন। (যাকোব ১:৫) ঈশ্বর এইরকম প্রার্থনার উত্তর দিতে চান। তিনি একজন যত্নশীল পিতা আর তিনি চান যেন তাঁর সন্তানেরা অযথা সমস্যা এড়িয়ে চলতে পারে। “যিহোবাই প্রজ্ঞা দেন, তাঁর মুখ থেকেই জ্ঞান ও বিচক্ষণতা বের হয়।”a (হিতোপদেশ ২:৬, NW) তিনি মূলত তাঁর লিখিত বাক্য বাইবেলের মাধ্যমে প্রজ্ঞা জুগিয়ে থাকেন।—২ তীমথিয় ৩:১৬, ১৭.
গবেষণা করুন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন। বাইবেল বলে, “একজন বিজ্ঞ ব্যক্তি শুনবে এবং আরও বেশি নির্দেশনা গ্রহণ করবে।” (হিতোপদেশ ১:৫, NW) কোথায় আপনি প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য খুঁজে পেতে পারেন?
প্রথমে, আপনি যে-বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন, সেই বিষয়ে বাইবেল কী বলে, তা দেখুন। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা জানেন যে, কী আমাদের জন্য সবচেয়ে উত্তম, তাই তাঁর বাক্যে সবচেয়ে নির্ভরযোগ্য পরামর্শ রয়েছে। (গীতসংহিতা ২৫:১২) কোনো কোনো সিদ্ধান্তের জন্য বাইবেলে স্পষ্ট নির্দেশনা রয়েছে আর তা হয়তো আইন অথবা আজ্ঞার মাধ্যমে তুলে ধরা হয়েছে। (যিশাইয় ৪৮:১৭, ১৮) তবে, অন্যান্য অনেক বিষয়ে বাইবেলে নির্দিষ্টভাবে কিছু বলা নেই। বরং, এটিতে বিভিন্ন নীতি তুলে ধরা হয়েছে, যেগুলো থেকে আমরা নির্দেশনা লাভ করি। এগুলো আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যদিও নীতির উপর ভিত্তি করে একেক জনের সিদ্ধান্ত একেক রকম হতে পারে। এর সঙ্গে সম্পর্কযুক্ত বাইবেলের কোনো বিবরণ খুঁজে বের করার জন্য বাইবেলভিত্তিক প্রবন্ধ অথবা প্রকাশনা থেকে গবেষণা করুন। যেমন, এই ওয়েবসাইটে এইরকম বিভিন্ন প্রকাশনা রয়েছে, যেগুলো বিনা মূল্যে পাওয়া যায়। আপনি চাইলে সেগুলো থেকে গবেষণা করতে পারেন।b
কোনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনাকে হয়তো অন্যান্য নির্ভরযোগ্য তথ্যের উৎস পরীক্ষা করে দেখতে হবে। উদাহরণস্বরূপ, কোনো কিছু কেনার আগে, বিশেষভাবে খুব দামি কিছু কেনার আগে সেই জিনিস সম্বন্ধে এবং প্রস্তুতকারকের বিষয়ে গবেষণা করা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে ওয়ারেন্টি অথবা রিটার্ন পলিসিও অন্তর্ভুক্ত। অবশ্য, আপনি ঠিক এই জিনিসটাই চাইছেন কি না, সেই বিষয়েও আপনার নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
বাইবেল বলে, “পরামর্শ না করলে পরিকল্পনা ব্যর্থ হয়।” (হিতোপদেশ ১৫:২২, NW) তাই, সিদ্ধান্ত নেওয়ার আগে এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলুন, যারা নির্ভরযোগ্য। যেমন, চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যদি একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করেন, তা হলে সেটা বুদ্ধিমানের কাজ হবে। (মথি ৯:১২) কোনো কোনো ক্ষেত্রে, আপনি এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারেন, যারা আপনার মতো একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অবশ্য, মনে রাখবেন যে, আপনি যাদের সঙ্গে পরামর্শ করেছেন, তারা নয়, বরং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং এর ফলাফল আপনাকেই ভোগ করতে হবে।—গালাতীয় ৬:৪, ৫.
সমস্ত দিক বিবেচনা করে দেখুন। আপনি যে-তথ্য জোগাড় করেছেন, সেগুলো উপর ভিত্তি করে কোন কোন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেটার একটা তালিকা তৈরি করুন। আর সেইসঙ্গে সেই সিদ্ধান্তের ভালো দিক এবং খারাপ দিক নিয়েও চিন্তা করুন। আর আপনার সিদ্ধান্তের ফলে যা যা হতে পারে, সেটা নিয়েও অকপটভাবে বিবেচনা করুন। (দ্বিতীয় বিবরণ ৩২:২৯) যেমন, আপনার সিদ্ধান্ত আপনার উপর, আপনার পরিবারের উপর এবং অন্যদের উপর কোন প্রভাব ফেলতে পারে? (হিতোপদেশ ২২:৩; রোমীয় ১৪:১৯) বাইবেলের শিক্ষার উপর ভিত্তি করে এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করার মাধ্যমে আপনি বিজ্ঞ ও প্রেমপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।
সিদ্ধান্ত নিন। কখনো কখনো আমরা নিশ্চিত থাকি না বলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা বোধ করি। কিন্তু, আমরা যদি সিদ্ধান্ত নিতে না পারি, তা হলে আমরা কোনো সুযোগ হারাতে পারি অথবা এমন পরিস্থিতিতে পড়তে পারি, যা হয়তো আমরা চিন্তাই করিনি। অন্য কথায় বললে, সিদ্ধান্ত না নেওয়াটাই ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো। রূপক অর্থে কৃষিকাজের উদাহরণ ব্যবহার করে বাইবেল বলে: “যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করে তার বীজ বোনা হয় না; যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে তার ফসল কাটা হয় না।”—উপদেশক ১১:৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
এটাও মনে রাখবেন, এমনকী সবচেয়ে উত্তম সিদ্ধান্ত একেবারে সঠিক সিদ্ধান্ত না-ও হতে পারে। কখনো কখনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের হয়তো কিছু ত্যাগস্বীকার করতে হয়। এ ছাড়া, আমাদের জীবনে বিভিন্ন দুর্ঘটনাও ঘটতে পারে। (উপদেশক ৯:১১) তাই, আপনার কাছে যে-তথ্যগুলো রয়েছে, সেগুলো ভালোভাবে ব্যবহার করুন এবং এমন সিদ্ধান্ত নিন, যা সবচেয়ে ভালো ফল নিয়ে আসবে।
ইতিমধ্যে আমি যে-সিদ্ধান্ত নিয়েছি, তা কি আমার পরিবর্তন করার উচিত?
কোনো সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আপনার পরিস্থিতি পরিবর্তন হতে পারে অথবা আপনি হয়তো দেখেছেন, আগে আপনি যে-সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ভালো ফল নিয়ে আসেনি। তাই, কোনো সিদ্ধান্ত নিয়ে আবার চিন্তা করা এবং অন্য কোনো সিদ্ধান্ত বেছে নেওয়া হয়তো আপনি যেমনটা চেয়েছিলেন, সেইরকম ফল নিয়ে আসতে পারে।
তবে, কিছু সিদ্ধান্ত আছে, যেগুলো পরিবর্তন করা যাবে না। (গীতসংহিতা ১৫:৪) যেমন, ঈশ্বর চান যেন বিবাহিত দম্পতিরা তাদের বিয়ের অঙ্গীকার বজায় রাখে।c (মালাখি ২:১৬; মথি ১৯:৬) একটা বিয়েতে যখন সমস্যা দেখা দেয়, তখন তা সমাধান করার জন্য এবং বিয়ে ভেঙে না দেওয়ার জন্য যথাসাধ্য প্রচেষ্টা করতে হবে।
কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর আমি যদি তা পরিবর্তন করতে না পারি, তা হলে?
কোনো কোনো সময়, আমরা সবাই ভুল অথবা বোকার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি। (যাকোব ৩:২) এরজন্য, আমরা হয়তো অনুশোচনা করতে, এমনকী নিজেদের দোষী বলে মনে করতে পারি। আর এটা খুব স্বাভাবিক বিষয়। (গীতসংহিতা ৬৯:৫) আসলে, মাঝে মাঝে যদি আমাদের এইরকম অনুভূতি হয়, তা হলে সেটা এক দিক দিয়ে ভালো। কারণ এটা আমাদের একই ভুল আবারও না করার জন্য সাহায্য করবে! (হিতোপদেশ ১৪:৯) তবে, বাইবেল আমাদের পরামর্শ দেয়, যেন আমরা নিজেদের অতিরিক্ত দোষী বলে মনে না করি। যদি করি, তা হলে আমরা নিরুৎসাহিত হয়ে পড়ব এবং ভালোভাবে চিন্তা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। (২ করিন্থীয় ২:৭)d বাইবেল বলে, “যিহোবা করুণাময় ও সমবেদনাময় ঈশ্বর।” (গীতসংহিতা ১০৩:৮-১৩, NW) তাই, আপনি যে-ভুল সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না, সেটা থেকে শিক্ষা লাভ করুন এবং পরিস্থিতি ভালো করার জন্য আপনার পক্ষে যা সম্ভব, তা করুন।
a যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।—গীতসংহিতা ৮৩:১৮.
b এ ছাড়া, jw.org ওয়েবসাইটে আপনার সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো শব্দ অথবা বাক্য সার্চ করতে পারেন। এই ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর বাইবেল থেকে পরামর্শ রয়েছে।
c ঈশ্বর চান, বিবাহিত দম্পতিরা যতদিন বেঁচে থাকবে, ততদিন যেন একসঙ্গে থাকে। তিনি একমাত্র তখনই বিবাহবিচ্ছেদ অথবা পুনরায় বিয়ে করার অনুমতি দিয়েছেন, যখন একজন সাথি যৌন অনৈতিকতায় রত হয়। (মথি ১৯:৯) আপনার বিয়েতে যদি কোনো সমস্যা দেখা দেয়, তা হলে বাইবেল আপনাকে তা প্রেমপূর্ণ উপায়ে এবং বিজ্ঞতার সঙ্গে সমাধান করতে সাহায্য করবে।
d আরও তথ্যের জন্য “I Feel Guilty—Can the Bible Help Me Find Relief?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।