Rui Almeida Fotografia/Moment via Getty Images
জেগে থাকুন!
রাজনৈতিক হিংসা—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
বর্তমানে, সরকারী কর্মকর্তাদের উপরে আক্রমণ খুবই সাধারণ এক ঘটনা হয়ে উঠেছে।
কেন এত রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটছে? এগুলো কি কখনো শেষ হবে? বাইবেল এই সম্বন্ধে কী বলে?
রাজনৈতিক বিভেদ সম্বন্ধে বাইবেলের ভবিষ্যদ্বাণী
বাইবেল বর্তমান কাল সম্বন্ধে আগে থেকে জানায়, যেটাকে ”শেষকাল” বলা হয় আর এই সময়ে লোকেরা এমনভাবে আচার-আচরণ করবে, যা মতবিরোধ এবং হিংসাত্মক কাজগুলো উসকে দেবে।
“শেষকালে পরিস্থিতি কঠিন ও বিপদজনক হবে। কারণ লোকেরা . . . অকৃতজ্ঞ হবে, আনুগত্য দেখাবে না, . . . আপোশ করতে চাইবে না, . . . হিংস্র হবে, . . . বিশ্বাসঘাতকতা করবে, নিজের ইচ্ছামতো কাজ করবে, গর্বে অন্ধ হয়ে যাবে।”—২ তীমথিয় ৩:১-৪.
বাইবেল এই সমস্ত রাজনৈতিক বিক্ষোভ ও বিশৃঙ্খলা সম্বন্ধে আগে থেকে জানিয়েছে, যেগুলো আমাদের সময়কালে বিশেষভাবে দেখা যাচ্ছে। (লূক ২১:৯) তবে, এই সমস্ত রাজনৈতিক হিংসা ও বিভেদ চিরকাল ধরে থাকবে না।
রাজনৈতিক হিংসার অবসান
বাইবেল বলে, ঈশ্বর পৃথিবী থেকে সমস্ত মানব সরকার সরিয়ে দিয়ে, সেই জায়গায় তাঁর নিজের সরকার স্থাপন করবেন, যেটা স্বর্গে ইতিমধ্যে কাজ করছে।
“ঈশ্বর এমন একটা রাজ্য স্থাপন করবেন যেটা . . . ঐ সব রাজ্যগুলোকে চুরমার করে শেষ করে দেবে কিন্তু সেই রাজ্যটা [ঈশ্বরের রাজ্য] নিজে চিরকাল থাকবে।”—দানিয়েল ২:৪৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
ঈশ্বরের রাজ্য সারা পৃথিবীতে থাকা সমস্ত লোকদের মধ্যে সত্যিকার অর্থে শান্তি স্থাপন করবে আর তাদের একতাবদ্ধ করবে।
ঈশ্বরের এই রাজ্যের রাজা, যিশু খ্রিস্টকে “শান্তিরাজ” বলা হয় আর তিনি এটা নিশ্চিত করবেন যে, সেখানে ‘শান্তির সীমা থাকবে না।’—যিশাইয় ৯:৬, ৭.
ঈশ্বরের রাজ্যে যারা থাকবে, তারা এখনই শিখছে যে,কীভাবে শান্তিতে থাকা যায়। তারা যা শিখছে তা কাজেও লাগাচ্ছে আর এই বিষয়ে বাইবেল বলে: “তাহারা আপন আপন খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল গড়িবে, ও আপন আপন বড়শা ভাঙ্গিয়া কাস্তা গড়িবে; এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়্গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না।”—যিশাইয় ২:৩, ৪.
আরও জানার জন্য এই প্রবন্ধটা পড়ুন, “What Will God’s Kingdom Accomplish?” এবং এই ভিডিওটা দেখুন, ঈশ্বরের রাজ্য কী?