ঈশ্বর কি কোনো নির্দিষ্ট জায়গায় থাকেন?
বাইবেলের উত্তর
হ্যাঁ। বাইবেল আমাদের বলে, ঈশ্বর একটা নির্দিষ্ট জায়গাতেই থাকেন আর সেটা হল স্বর্গ। কিছু শাস্ত্রপদ লক্ষ করুন:
রাজা শলোমন তার প্রার্থনায় ঈশ্বরকে অনুরোধ করে বলেছিলেন: “তুমি তোমার বাসস্থান স্বর্গ থেকে তা শুনো।”—১ রাজাবলি ৮:৪৩.
যিশু খ্রিস্ট তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন, যেন তারা তাদের ‘স্বর্গস্থ পিতার’ কাছে প্রার্থনা করে।—মথি ৬:৯.
যিশু তাঁর পুনরুত্থানের পর “স্বর্গে প্রবেশ করেছেন, যাতে তিনি … ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারেন।”—ইব্রীয় ৯:২৪.
তাই, যিহোবা ঈশ্বর সবসময় সব জায়গায় রয়েছেন এমন নয় বরং বাইবেলের এই পদগুলো স্পষ্টভাবে জানায় যে, তিনি একজন বাস্তব ব্যক্তি এবং তাঁর থাকার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে আর সেটা হল স্বর্গ।