স্বাধীন ইচ্ছা সম্বন্ধে বাইবেল কী বলে? ঈশ্বর কি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করেন?
বাইবেলের উত্তর
ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নেওয়ার ক্ষমতা দিয়ে আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন। আমরা যা করি, তা ঈশ্বর আগে থেকে ঠিক করে রাখেননি অথবা তিনি আমাদের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করেন না। এই বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়, তা লক্ষ করুন।
ঈশ্বর মানুষকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। (আদিপুস্তক ১:২৬) পশুপাখি সহজাত প্রবৃত্তির দ্বারা চলে। এর বিপরীতে, আমাদের সৃষ্টিকর্তাকে অনুকরণ করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাই আমরা তাঁর মতো গুণাবলি, যেমন প্রেম ও ন্যায়বিচার দেখাতে পারি। আর আমাদের সৃষ্টিকর্তার মতো আমাদেরও স্বাধীন ইচ্ছা রয়েছে।
অনেক ক্ষেত্রে, আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করি। বাইবেল আমাদের উৎসাহিত করে, যেন আমরা ‘[ঈশ্বরের] কথা শোনার’ অর্থাৎ তাঁর আজ্ঞা পালন করার মাধ্যমে ‘জীবন বেছে নিই।’ (দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০, NW) আমাদের যদি স্বাধীন ইচ্ছা দেওয়া না হত, তা হলে বেছে নেওয়ার বিষয়টা অর্থহীন হয়ে যেত আর সেটা সদয় কাজ হত না। ঈশ্বর যা বলেন, তা করার জন্য জোর করার পরিবর্তে, তিনি আন্তরিকভাবে আমাদের এই আমন্ত্রণ জানান: “হায়, তুমি যদি আমার আজ্ঞাগুলোর প্রতি মনোযোগ দিতে! তাহলে, তোমার শান্তি নদীর মতো হত আর তুমি সমুদ্রের ঢেউয়ের মতো সঠিক কাজ করে চলতে।”—যিশাইয় ৪৮:১৮, NW.
আমরা সফল অথবা ব্যর্থ, যা-ই হই না কেন, সেটা ভাগ্য নির্ধারণ করে না। আমরা যদি কোনো কিছুতে সফল হতে চাই, তা হলে আমাদের কঠোর প্রচেষ্টা করতে হবে। বাইবেল বলে: “তুমি যা-ই কর না কেন, তোমার সমস্ত শক্তি দিয়ে করো।” (উপদেশক ৯:১০, NW) বাইবেল এও বলে: “পরিশ্রমী ব্যক্তির পরিকল্পনা নিশ্চিতভাবেই সফল হবে।”—হিতোপদেশ ২১:৫, NW.
স্বাধীন ইচ্ছা হল ঈশ্বরের কাছ থেকে এক মূল্যবান উপহার। এই স্বাধীন ইচ্ছার ফলে আমরা “সমস্ত হৃদয়” দিয়ে তাঁকে ভালোবাসতে পারি আর আমরাও তা-ই করতে চাই।—মথি ২২:৩৭.
ঈশ্বর কি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন?
বাইবেল আমাদের জানায় যে, ঈশ্বর হলেন সর্বশক্তিমান অর্থাৎ তিনি ছাড়া আর কেউ তাঁর শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। (ইয়োব ৩৭:২৩; যিশাইয় ৪০:২৬) তবে, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য তাঁর শক্তি ব্যবহার করেন না। উদাহরণস্বরূপ, বাইবেল বলে যে, ঈশ্বর প্রাচীন ব্যাবিলনের ব্যাপারে “নিজেকে আটকে” রেখেছিলেন, যে-রাজ্য তাঁর লোকদের শত্রু ছিল। (যিশাইয় ৪২:১৪, NW) একইভাবে, বর্তমানেও তিনি সেই ব্যক্তিদের সহ্য করছেন, যারা অন্যদের ক্ষতি করার জন্য নিজেদের স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে থাকে। তবে, ঈশ্বর চিরকাল ধরে তা করবেন না।—গীতসংহিতা ৩৭:১০, ১১.