ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwfq প্রবন্ধ ২৩
  • কেন আপনারা যুদ্ধে অংশ নেন না?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন আপনারা যুদ্ধে অংশ নেন না?
  • যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমাজের প্রতি অবদান
  • “তাহারা জগতের নয়”
    একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
  • যিহোবার সাক্ষিরা কেন যুদ্ধে অংশগ্রহণ করে না?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর এবং কৈসর
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যা যা কৈসরের তা কৈসরকে দেওয়া
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
ijwfq প্রবন্ধ ২৩
সৈন্যরা যুদ্ধে গুলি ছুড়ছে।

কেন আপনারা যুদ্ধে অংশ নেন না?

নিম্নোক্ত কারণগুলোর জন্য যিহোবার সাক্ষিরা যুদ্ধে অংশ নেয় না:

  1. ১. ঈশ্বরের প্রতি বাধ্যতা। বাইবেল বলে, ঈশ্বরের দাসেরা “আপন আপন খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল গড়িবে” এবং তারা “আর যুদ্ধ শিখিবে না।”—যিশাইয় ২:৪.

  2. ২. যিশুর প্রতি বাধ্যতা। যিশু প্রেরিত পিতরকে বলেছিলেন: “তোমার খড়্গ পুনরায় স্বস্থানে রাখ, কেননা যে সকল লোক খড়্গ ধারণ করে, তাহারা খড়্গ দ্বারা বিনষ্ট হইবে।” (মথি ২৬:৫২) আর এভাবে যিশু দেখিয়েছিলেন, তাঁর অনুসারীরা যুদ্ধের অস্ত্র গ্রহণ করবে না।

    রাজনৈতিক বিষয়গুলোতে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকার মাধ্যমে যিশুর শিষ্যরা তাঁর এই আদেশ পালন করে যে, তারা এই “জগতের নয়।” (যোহন ১৭:১৬) তারা সেনাবাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে বিদ্রোহ করে না অথবা যারা সেনাবাহিনীতে কাজ করা বেছে নেয়, তাদের ইচ্ছায় হস্তক্ষেপ করে না।

  3. ৩. অন্যদের প্রতি ভালোবাসা। যিশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছিলেন, যেন তারা “পরস্পর প্রেম” করে। (যোহন ১৩:৩৪, ৩৫) আর তাই তারা আন্তর্জাতিক ভ্রাতৃসমাজ গঠন করে, যে-সমাজে কোনো সদস্যই কখনো তাদের ভাই অথবা বোনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় না।—১ যোহন ৩:১০-১২.

  4. ৪. প্রাথমিক খ্রিস্টানদের উদাহরণ। এনসাইক্লোপিডিয়া অভ্‌ রিলিজিয়ান অ্যান্ড ওয়ার বলে: “যিশুর প্রাথমিক অনুসারীরা যুদ্ধ এবং সেনাবাহিনীর কোনো কাজে অংশ নিত না।” তারা ওই কাজগুলোকে “যিশুর তুলে ধরা প্রেমের নীতি ও সেইসঙ্গে কোনো ব্যক্তির শত্রুকে ভালোবাসার আদেশের বিপরীত” বলে মনে করত। ঠিক একইরকমভাবে, যিশুর প্রাথমিক শিষ্যদের বিষয়ে বলতে গিয়ে জার্মান ঈশ্বরতত্ত্ববিদ পিটার মেইনহোল্ড বলেন, “একইসঙ্গে একজন খ্রিস্টান ও একজন যোদ্ধা হওয়াকে পরস্পরবিরোধী বলে মনে করা হতো।”

সমাজের প্রতি অবদান

যিহোবার সাক্ষিরা সমাজের উপকারের জন্য কাজ করে থাকে আর তারা যে-দেশে বাস করে, সেখানকার লোকেদের সুরক্ষার ক্ষেত্রে হুমকী স্বরূপ নয়। বাইবেলের এই নীতিগুলোর সঙ্গে মিল রেখে, আমরা সরকারী কর্তৃপক্ষকে সম্মান করি:

  • ‘প্রাধান্যপ্রাপ্ত কর্ত্তৃপক্ষদের বশীভূত হও।’—রোমীয় ১৩:১.

  • “কৈসরের যাহা যাহা, কৈসরকে দেও, আর ঈশ্বরের যাহা যাহা, ঈশ্বরকে দেও।”—মথি ২২:২১.

তাই, আমরা আইন মেনে চলি, কর দিই এবং সরকারী প্রচেষ্টায় সহযোগিতা করার মাধ্যমে জনহিতকর কাজে অংশগ্রহণ করি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার