ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১৩০
  • ‘বাবা ও মাকে সমাদর করার’ অর্থ কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘বাবা ও মাকে সমাদর করার’ অর্থ কী?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • বাবা-মাকে সমাদর করার ব্যাপারে কিছু ভুল ধারণা
  • “তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও”
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • আপনার পিতামাতার হৃদয়কে আনন্দিত করা
    আপনার পারিবারিক জীবন সুখী করা
  • আমাদের বয়স্ক বাবা-মাকে সমাদর করা
    পারিবারিক সুখের রহস্য
  • সকল প্রকার ব্যক্তিদের সমাদর কর
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১৩০
একজন ছেলে তার বয়স্ক বাবার সঙ্গে হাঁটছেন

‘বাবা ও মাকে সমাদর করার’ অর্থ কী?

বাইবেলের উত্তর

বাইবেলে অনেক বার এই আজ্ঞা দেওয়া হয়েছে যে, “তোমার বাবা ও মাকে সমাদর কোরো।” (যাত্রাপুস্তক ২০:১২; দ্বিতীয় বিবরণ ৫:১৬; মথি ১৫:৪; ইফিষীয় ৬:২, ৩) এর মধ্যে চারটে গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত।

  1. তাদের প্রতি কৃতজ্ঞতা দেখান। আপনার বাবা-মা আপনার জন্য যা-কিছু করেছেন, সেগুলোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হোন। এভাবে আপনি তাদের প্রতি সম্মান দেখাতে পারেন। তারা আপনাকে যা-কিছু শিখিয়েছেন, তা মেনে চলার মাধ্যমে আপনি তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারেন। (হিতোপদেশ ৭:১, ২; ২৩:২৬) বাইবেল উৎসাহিত করে, আপনার বাবা-মা যেন আপনার “গর্বের বিষয়” হয়।—হিতোপদেশ ১৭:৬, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

  2. তাদের কর্তৃত্ব মেনে নিন। বিশেষ করে আপনি যখন যুবক বয়সে এই বিষয়টা ভালো করে বোঝেন যে, ঈশ্বরই বাবা-মাকে আপনার উপর এই কর্তৃত্ব দিয়েছেন, তখন আপনি তাদের প্রতি সম্মান দেখান। কলসীয় ৩:২০ পদ যুবক-যুবতীদের বলে: “তোমরা সমস্ত বিষয়ে নিজ নিজ বাবা-মায়ের বাধ্য হও, কারণ প্রভুর দৃষ্টিতে তা প্রীতিজনক।” এমনকী যুবক বয়সি যিশু, যিনি নিখুঁত ছিলেন, তিনিও তাঁর বাবা-মায়ের কথা শুনতেন, যারা নিখুঁত ছিল না।—লূক ২:৫১.

  3. তাদের প্রতি সম্মান দেখান। (লেবীয় পুস্তক ১৯:৩; ইব্রীয় ১২:৯) সম্মান দেখানোর মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে যে, আপনি কী বলেন এবং কীভাবে বলেন। এটা ঠিক যে, অনেক সময় বাবা-মা এমন উপায়ে আচরণ করে, যার ফলে সন্তানদের পক্ষে তাদের প্রতি সম্মান দেখানো কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও, তাদের বাবা-মায়ের প্রতি সম্মান দেখানো উচিত। তাদের এমন কোনো কথা বলা ও সেইসঙ্গে এমন কোনো কাজ করা উচিত নয়, যেটা বাবা-মায়ের প্রতি অসম্মান নিয়ে আসবে। (হিতোপদেশ ৩০:১৭) বাইবেল জানায়, বাবা-মায়ের সঙ্গে খারাপভাবে কথা বলা গুরুতর পাপের সমান।—মথি ১৫:৪.

  4. তাদের প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করুন। যখন বাবা-মায়ের বয়স হয়ে যায়, তখন তাদের আপনার সমর্থনের প্রয়োজন দেখা দেয়। এটা জানার চেষ্টা করুন, তাদের কী প্রয়োজন রয়েছে এবং সেটা পূরণ করুন। এটা করার মাধ্যমে আপনি দেখাতে পারেন যে, আপনি তাদের প্রতি সমাদর করছেন। (১ তীমথিয় ৫:৪, ৮) এই ব্যাপারে আমরা যিশুর কাছ থেকে শিখতে পারি। যিশু মারা যাওয়ার ঠিক আগে তাঁর মায়ের যত্ন নেওয়ার ব্যবস্থা করেছিলেন।—যোহন ১৯:২৫-২৭.

বাবা-মাকে সমাদর করার ব্যাপারে কিছু ভুল ধারণা

ভুল ধারণা: নিজের বাবা-মাকে সমাদর করার অর্থ হল নিজের বিবাহিত জীবনে বাবা-মাকে নিয়ন্ত্রণ করার অধিকার দেওয়া।

সঠিক তথ্য: বাইবেল শেখায়, স্বামী-স্ত্রীর সম্পর্ক যেকোনো পারিবারিক সম্পর্কের চেয়ে উচ্চ। আদিপুস্তক ২:২৪ পদ বলে: “একজন পুরুষ তার বাবা ও মাকে ত্যাগ করে তার স্ত্রীর প্রতি আসক্ত হবে।” (মথি ১৯:৪, ৫) এটা ঠিক যে, বিবাহিত দম্পতিরা তাদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ির পরামর্শ থেকে উপকার পেতে পারে, তবে তাদের একটা সীমা নির্ধারণ করতে হবে যে, তাদের আত্মীয়েরা কতদূর পর্যন্ত তাদের বিবাহিত জীবনে হস্তক্ষেপ করতে পারে।—হিতোপদেশ ২৩:২২; মথি ১৯:৬.

ভুল ধারণা: আপনাকে আপনার বাবা-মায়ের অধীনেই থাকবে হবে।

সঠিক তথ্য: যদিও ঈশ্বর পরিবারে বাবা-মাকে কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন, কিন্তু প্রতিটা মানুষের কর্তৃত্বের একটা সীমা আছে। এই কর্তৃত্ব ঈশ্বরের কর্তৃত্বের জায়গা নিতে পারে না। উদাহরণ স্বরূপ, যখন একটা বড়ো আদালতে যিশুর শিষ্যদের ঈশ্বরের আজ্ঞা পালন না করার আদেশ দেওয়া হয়েছিল, তখন তারা বলেছিল, “মানুষের প্রতি নয়, বরং ঈশ্বরের প্রতিই আমাদের বাধ্য হতে হবে।” (প্রেরিত ৫:২৭-২৯) একইভাবে, সন্তানেরা “ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী” নিজেদের বাবা-মায়ের কথা মেনে চলে অর্থাৎ তারা বাবা-মায়ের এমন আজ্ঞাগুলো মেনে চলে, যেগুলো ঈশ্বরের আজ্ঞার সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে না।—ইফিষীয় ৬:১.

ভুল ধারণা: বাবা-মাকে সমাদর করার অর্থ হল তাদের ধর্মে বিশ্বাস করা।

সঠিক তথ্য: বাইবেল আমাদের উৎসাহিত করে, আমরা যে-বিষয়গুলো শিখেছি, সেগুলো যেন পরীক্ষা করে দেখি যে, সেগুলো সত্য কি না। (প্রেরিত ১৭:১১; ১ যোহন ৪:১) যে-কেউ এমনটা করে, হতে পারে পরে গিয়ে সে আলাদা একটা ধর্ম গ্রহণ করে। বাইবেলে ঈশ্বরের এমন অনেক সেবকের উদাহরণ তুলে ধরা হয়েছে, যারা তাদের বাবা-মায়ের ধর্ম গ্রহণ করেনি। যেমন, অব্রাহাম, রূৎ এবং প্রেরিত পৌল।—যিহোশূয়ের পুস্তক ২৪:২, ১৪, ১৫; রূতের বিবরণ ১:১৫, ১৬; গালাতীয় ১:১৪-১৬, ২২-২৪.

ভুল ধারণা: বাবা-মাকে সম্মান করার মানে হল, আপনাকে পূর্বপুরুষদের উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত নিয়ম পালন করতে হবে।

সঠিক তথ্য: বাইবেল বলে, “তোমার ঈশ্বর যিহোবাকেই উপাসনা করবে এবং একমাত্র তাঁকেই পবিত্র সেবা প্রদান করবে।” (লূক ৪:৮) একজন ব্যক্তি পূর্বপুরুষদের উপাসনা করার মাধ্যমে ঈশ্বরকে অসন্তুষ্ট করে। বাইবেল এটাও বলে যে, “মৃতেরা কিছুই জানে না।” তারা বুঝতে পারে না যে, কেউ তাদের সম্মান করছে; কিংবা তারা কাউকে সাহায্য করতে অথবা কারো ক্ষতি করতে পারে না।—উপদেশক ৯:৫, ১০; যিশাইয় ৮:১৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার