মেক-আপ করা আর গয়না পরার বিষয় বাইবেল কী বলে?
বাইবেলের উত্তর
বাইবেলে যদিও এই বিষয়ে বেশি কিছু বলা হয়নি, তবে মেক-আপ করা, গয়না পরা কিংবা অন্যান্য উপায়ে সাজগোজ করাকে বাইবেলে ভুল বলা হয়নি। কিন্তু, বাইবেল আমাদের এই বিষয়ে উৎসাহিত করে যে, আমরা যেন আমাদের বাহ্যিক সাজসজ্জার চেয়ে ‘শান্তভাব ও মৃদুতার মাধ্যমে আমাদের হৃদয়কে, আমাদের ভিতরের ব্যক্তিত্বকে সজ্জিত করার’ উপর বেশি মনোযোগ দিই।—১ পিতর ৩:৩, ৪.
সাজগোজ করা ভুল নয়
বাইবেলে উল্লেখিত বিশ্বস্ত নারীরাও সাজগোজ করত। তাদের মধ্যে একজন ছিলেন রিবিকা, যিনি অব্রাহামের ছেলে ইস্হাককে বিয়ে করেছিলেন। বাইবেল বলে, রিবিকা সোনার নথ, সোনার বালা এবং অন্যান্য দামি গয়না পরে ছিলেন। তার হবু শ্বশুর এই সমস্ত গয়না তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। (আদিপুস্তক ২৪:২২, ৩০, ৫৩) এ ছাড়া, আর একজন ছিলেন ইষ্টের। পারস্যের রাজা যখন অনেক মেয়েদের মধ্য থেকে নিজের জন্য রানি খুঁজছিলেন, তখন তাদের মধ্যে ইষ্টেরও ছিলেন। রাজার সামনে তাকে নিয়ে যাওয়ার আগে তার “রূপচর্চার ব্যবস্থা করা হয়” আর ইষ্টের সেই ব্যবস্থা গ্রহণ করেন। (ইষ্টের ২:৭, ৯, ১২) নিশ্চয়ই এই ব্যবস্থার মধ্যে “সৌন্দর্য বাড়াবার জিনিসপত্র” অর্থাৎ আলাদা আলাদা মেক-আপ করার জিনিসপত্রও অন্তর্ভুক্ত ছিল।—বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।
বাইবেলে গয়নার দৃষ্টান্ত ব্যবহার করে ভালো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। উদাহরণ স্বরূপ, ভালো পরামর্শ দেয় এমন ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে যে, তারা সেই লোকদের কাছে ‘সোনার দুলের’ মতো, যারা ‘তাদের কথা শোনে।’ (হিতোপদেশ ২৫:১২) এ ছাড়া, ঈশ্বর নিজে ইজরায়েল জাতির সঙ্গে তাঁর আচরণের বিষয়টাকে এমন একজন স্বামীর সঙ্গে তুলনা করেছেন, যিনি তার স্ত্রীকে হাতে বালা, গলায় হার আর কানে দুল দিয়ে সাজিয়েছেন। এভাবে সাজানোর ফলে সেই জাতি “পরমসুন্দরী” হয়ে ওঠে।—যিহিষ্কেল ১৬:১১-১৩.
মেক-আপ আর গয়নার বিষয়ে কিছু ভুল ধারণা
ভুল ধারণা: ১ পিতর ৩:৩ পদে বাইবেল বলে যে, ‘বিভিন্ন কায়দায় চুল বাঁধা এবং সোনার গয়না’ পরা ভুল।
সত্য বিষয়: আশেপাশের পদগুলো থেকে বোঝা যায় বাইবেল বলে, বাহ্যিক সাজসজ্জার চেয়ে আমাদের ভিতরের ব্যক্তিত্বকে সাজানো আরও বেশি গুরুত্বপূর্ণ। (১ পিতর ৩:৩-৬) এই বিষয়টা বাইবেলের অন্যান্য শাস্ত্রপদেও তুলে ধরা হয়েছে।—১ শমূয়েল ১৬:৭; হিতোপদেশ ১১:২২; ৩১:৩০; ১ তীমথিয় ২:৯, ১০.
ভুল ধারণা: দুষ্ট রানি ঈষেবল “তার চোখে কাজল” লাগাতেন আর এর থেকে বোঝা যায় যে, মেক-আপ করা ভুল।—২ রাজাবলি ৯:৩০.
সত্য বিষয়: ঈষেবল মায়াবিদ্যা চর্চা করতেন আর তিনি অনেক ব্যক্তিকে হত্যা করেছিলেন। তার সাজগোজ করার জন্য নয়, বরং তার এই মন্দ কাজগুলোর জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল।—২ রাজাবলি ৯:৭, ২২, ৩৬, ৩৭.