ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১৩৬
  • মরিয়ম কি ঈশ্বরের মা?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মরিয়ম কি ঈশ্বরের মা?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • “দেখুন, আমি যিহোবার দাসী”
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • “দেখুন, আমি যিহোবার দাসী”
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি শোকের খড়্গে বিদ্ধ হওয়ার যন্ত্রণা সহ্য করেছিলেন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি “হৃদয় মধ্যে আন্দোলন” করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১৩৬
মরিয়ম কাপড়ে জড়ানো ছোট্ট যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন

মরিয়ম কি ঈশ্বরের মা?

বাইবেলের উত্তর

না, বাইবেল তা শেখায় না। মরিয়ম যে ঈশ্বরের মা, এমন কথা বাইবেলের কোথাও পাওয়া যায় না অথবা এটির মধ্যে এমন কোনো ইঙ্গিতও নেই যে, খ্রিস্টানদের মরিয়মকে উপাসনা করতে হবে বা তাকে আলাদা করে কোনো ভক্তি দেখাতে হবে।a নীচে দেওয়া বিষয়গুলো একটু ভেবে দেখুন:

  • মরিয়ম কখনো নিজেকে ঈশ্বরের মা বলে দাবি করেননি। বাইবেল বলে, মরিয়ম ‘ঈশ্বরের পুত্রকে’ জন্ম দিয়েছিলেন, ঈশ্বরকে নয়।—মার্ক ১:১; লূক ১:৩২.

  • যিশু এক বারও বলেননি যে, মরিয়ম হলেন ঈশ্বরের মা অথবা তার প্রতি বিশেষ ভক্তি দেখাতে হবে। এমনকী যখন একজন মহিলা চিৎকার করে বলেছিল যে, মরিয়ম হলেন একজন সুখী মা কারণ তিনি যিশুকে জন্ম দিয়েছেন আর এভাবে তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করেছিল, তখন যিশু তাকে সংশোধন করে বলেছিলেন: “না, বরং সুখী তারাই, যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা পালন করে চলে!”—লূক ১১:২৭, ২৮.

  • “ঈশ্বর জননী” এবং “থিয়টোকোস” (ঈশ্বর ধারণকারী) অভিব্যক্তিগুলো বাইবেলে পাওয়া যায় না।

  • “আকাশরাণী” শব্দটা বাইবেলে রয়েছে। তবে, সেটা মরিয়মের উদ্দেশে নয় বরং বিপথগামী ইজরায়েলীয়েরা যে-মিথ্যাদেবীর উপাসনা করেছিল, তার উদ্দেশে ব্যবহার করা হয়েছে। (যিরমিয় ৪৪:১৫-১৯) “আকাশরাণী” সম্ভবত ব্যাবিলনীয় দেবী ইশ্তার (আস্টার্টি) ছিল।

  • প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা মরিয়মের উপাসনা করেনি কিংবা তার প্রতি কোনো বিশেষ ভক্তিও দেখায়নি। একজন ইতিহাসবিদ বলেন, প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা “সম্ভবত নতুন কোনো ধর্মমতের প্রচলন বা ব্যক্তি উপাসনাকে প্রত্যাখান করেছিল এবং সম্ভবত এই আশঙ্কা করেছিল যে, মরিয়মের প্রতি প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ দিলে অনেকের মনে হতে পারে যে, মরিয়মকে দেবী হিসেবে উপাসনা করা হচ্ছে।”—ইন কোয়েস্ট অভ্‌ দ্যা জুইশ মেরি.

  • বাইবেল বলে, ঈশ্বর চিরকাল ধরেই অস্তিত্বে রয়েছেন। (গীতসংহিতা ৯০:১, ২; যিশাইয় ৪০:২৮) যেহেতু ঈশ্বরের কোনো শুরু নেই, তাই তাঁর কোনো মা থাকতে পারে না। এ ছাড়া, মরিয়মের পক্ষে ঈশ্বরকে গর্ভে ধারণ করা সম্ভব ছিল না। কেন? বাইবেল বলে, এমনকী বিশাল স্বর্গও ঈশ্বরকে ধারণ করতে পারে না।—১ রাজাবলি ৮:২৭.

মরিয়ম—“ঈশ্বর জননী” নয় বরং যিশুর মা ছিলেন

জন্মসূত্রে মরিয়ম যিহুদি ছিলেন এবং তিনি রাজা দায়ূদের একজন বংশধর ছিলেন। (লূক ৩:২৩-৩১) তার বিশ্বাস ও ভক্তির জন্য তিনি ঈশ্বরের কাছে একজন আশীর্বাদের পাত্রী হয়ে ওঠেন। (লূক ১:২৮) আর ঈশ্বর তাকে যিশুর মা হিসেবে বেছে নিয়েছিলেন। (লূক ১:৩১, ৩৫) মরিয়মের আরও সন্তান ছিল আর তাদের বাবা ছিলেন যোষেফ।—মার্ক ৬:৩.

এটা ঠিক যে, বাইবেল থেকে আমরা জানতে পারি, মরিয়ম যিশুর একজন শিষ্য হয়েছিলেন, তবে তার সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু বাইবেলে লেখা নেই।—প্রেরিত ১:১৪.

কেন অনেকে মনে করে, মরিয়ম হলেন ঈশ্বরের মা?

মরিয়মের প্রতি ভক্তি দেখানোর সবচেয়ে পুরোনো প্রমাণ পাওয়া গিয়েছে চতুর্থ শতাব্দীর শেষের দিকে। সেই সময়ে ক্যাথলিক চার্চ রোমীয় সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম হয়ে ওঠে। এর ফলে, যারা আগে পৌত্তলিক উপাসনা করত, তাদের মধ্যে অনেকে শুধুমাত্র নামের খাতিরে খ্রিস্টান হয়। এ ছাড়া, ক্যাথলিক চার্চও সেই সময়ে বাইবেল শিক্ষার সঙ্গে ত্রিত্বের মতবাদকে যুক্ত করে, যদিও তা শাস্ত্রে পাওয়া যায় না।

ত্রিত্বের এই মতবাদ গির্জার সদস্যদের মধ্যে অনেককেই এই উপসংহারে আসতে বাধ্য করেছে যে, যিশু যদি ঈশ্বর হয়ে থাকেন, তা হলে মরিয়ম অবশ্যই ঈশ্বরের মা। ৪৩১ সালে ইফিষ নগরের একটা চার্চ কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মরিয়ম হলেন “ঈশ্বর জননী।” চার্চ কাউন্সিলের এই ঘোষণার পরেই মরিয়মের প্রতি অসংগত ভক্তি দেখানোর বিষয়টা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর যেহেতু গির্জার সদস্যদের মধ্যে অনেকেই আগে পৌত্তলিক উপাসনা করত, তাই তাদের প্রজননের দেবী আর্তেমিস (রোমীয়দের কাছে দীয়ানা নামে পরিচিত) এবং আইসিসের স্থানে ধীরে ধীরে কুমারী মরিয়মের ছবি ও মূর্তি জায়গা করে নেয়।

৪৩২ সালে পোপ সিক্সটাস ৩য় ‘ঈশ্বর জননীর’ সম্মানে রোমে একটা গির্জা বানানোর আদেশ জারি করেন। এই গির্জা যেখানে বানানো হয়, সেটার কাছাকাছি রোমীয়দের সন্তানজন্মের মহান দেবী লুসাইনার মন্দির ছিল। এই দুটোর মধ্যে কি কোনো সংযোগ রয়েছে? এই বিষয়ে একজন লেখক বলেন, “রোম খ্রিস্টান ধর্মকে প্রধান ধর্ম হিসেবে গ্রহণ করার পর, মরিয়মের কাল্টের সঙ্গে মহান দেবীর পৌত্তলিক কাল্টকে মিলিয়ে দেওয়া হয় আর [এই গির্জা হল] তারই এক স্থায়ী প্রতীক।”—মেরি—দ্যা কমপ্লিট রিসোর্স.

a অনেক ধর্মীয় সম্প্রদায় এই শিক্ষা দেয় যে, মরিয়ম হলেন ঈশ্বরের মা। তারা তাকে “স্বর্গের রাণী” বা “আকাশরাণী” অথবা থিয়টোকোস বলে সম্বোধন করে। থিয়টোকোস হল একটা গ্রিক শব্দ যেটার অর্থ হল “ঈশ্বর ধারনকারী।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার