যিহোবার বন্ধুদের কাছ থেকে শেখো
দবোরা
যিহোবার বন্ধু দবোরার কাছ থেকে শেখার জন্য এই ছাপানো অ্যাক্টিভিটিটা ব্যবহার করুন।
বাবা-মায়েরা, আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে বিচারকর্তৃগণের বিবরণ ৪:৪-১০ পদ পড়ুন আর তা নিয়ে আলোচনা করুন।
এই অ্যাক্টিভিটিটা ডাউনলোড করে প্রিন্ট করুন।
প্রথম পৃষ্ঠায় দেওয়া ছবিগুলো কাটুন আর ছবি দেখে দেখে দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া পপ্-আপ শীটে সেগুলো সাঁটান। আপনাদের সন্তানদের সঙ্গে এটা করার সময় ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন। আপনার কাছে যদি এই সিরিজের আগের পপ্-আপ শীটগুলো থাকে, তা হলে সেগুলোর সঙ্গে এটাকে সাঁটিয়ে একটা বই বানাতে পারেন।