মার্ক ১৫:১ পবিত্র বাইবেল—খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র—নতুন জগৎ অনুবাদ ১৫ ভোর হতেই প্রধান যাজকেরা আর সেইসঙ্গে যিহুদি নেতারা ও অধ্যাপকেরা অর্থাৎ পুরো মহাসভা* একসঙ্গে পরামর্শ করল এবং যিশুকে বেঁধে নিয়ে গিয়ে পীলাতের হাতে তুলে দিল।
১৫ ভোর হতেই প্রধান যাজকেরা আর সেইসঙ্গে যিহুদি নেতারা ও অধ্যাপকেরা অর্থাৎ পুরো মহাসভা* একসঙ্গে পরামর্শ করল এবং যিশুকে বেঁধে নিয়ে গিয়ে পীলাতের হাতে তুলে দিল।