২০ কারণ আমার ভয় হচ্ছে, আমি যখন তোমাদের কাছে আসব, তখন আমি তোমাদের যেরকম দেখতে চাই, হয়তো সেইরকম দেখতে পাব না, আবার তোমরাও আমাকে যেরকম দেখতে চাও, সেইরকম দেখতে পাবে না। দেখা যাবে, তোমাদের মধ্যে হয়তো বিবাদ, ঈর্ষা, প্রচণ্ড রাগ, মতভেদ, পরনিন্দা, কানাঘুষো, গর্বান্ধ মনোভাব এবং বিশৃঙ্খলা রয়েছে।