২১ কি জানি, আমি যখন আবার তোমাদের কাছে আসব, তখন আমার ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে লজ্জায় ফেলবেন আর আমাকে হয়তো এমন অনেকের জন্য দুঃখ করতে হবে, যারা আগে পাপ করেছিল অথচ অনুতপ্ত হয়নি। তারা অশুচিতা, যৌন অনৈতিকতা এবং নির্লজ্জভাবে করা পাপ কাজের বিষয়ে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেনি।