টীকা
^ [১] (১২ অনুচ্ছেদ) এ ছাড়া, যাকোব এষৌর সঙ্গে (আদি. ২৭:৪১-৪৫; ৩৩:১-১১); যোষেফ তার ভাইদের সঙ্গে (আদি. ৪৫:১-১৫); এবং গিদিয়োন ইফ্রয়িমীয়দের সঙ্গে (বিচার. ৮:১-৩) শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করেছিলেন। আপনি হয়তো বাইবেলের একইরকম অন্যান্য উদাহরণ নিয়ে চিন্তা করতে পারেন।