টীকা
^ [১] (১৪ অনুচ্ছেদ) বাবিলে যিহুদিদের বন্দিত্ব এবং ধর্মভ্রষ্টতা শুরু হওয়ার পর খ্রিস্টানদের প্রতি যা ঘটেছিল, এই দুটো ঘটনার মধ্যে অনেক মিল রয়েছে। তবে আমরা এমনটা বলতে পারি না, যিহুদিদের বন্দিত্ব, খ্রিস্টানদের প্রতি যা ঘটেছিল, সেটাকে চিত্রিত করে। তাই, আমাদের এই ঘটনার প্রতিটা বিষয়ের ভবিষ্যদ্বাণীমূলক অর্থ খোঁজার চেষ্টা করা উচিত নয়। আর এই দুটো ঘটনার মধ্যে কিছু পার্থক্যও রয়েছে। একটা উদাহরণ হল, যিহুদিরা ৭০ বছর বন্দিত্বে ছিল, কিন্তু খ্রিস্টানরা তার চেয়ে অনেক বেশি সময় বন্দিত্বে ছিল।