পাদটীকা
a এই প্রবন্ধে, “বাঁধানো দাঁত” বলতে হারানো দাঁতের বদলে ব্যবহৃত বিশেষভাবে প্রস্তুত সরঞ্জাম সম্বন্ধে বোঝানো হয়েছে। যদি সব দাঁত না থাকে, তাহলে সম্পূর্ণ বাঁধানো দাঁতের পাটির প্রয়োজন হয়। কিন্তু, যদি কিছু দাঁত থাকে, একটি আংশিক বাঁধানো দাঁত ব্যবহার করা যেতে পারে। এই প্রবন্ধে সম্পূর্ণ, এবং খোলা যায় এমন আংশিক বাঁধানো দাঁতের প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে।