পাদটীকা
a আমরা এখানে সেই সমস্ত দেশের কথা বলছি না যেখানে ফুটো করে দুল পরা বা নাকে নাকছাবি পরা সাধারণ রেওয়াজ আর সেটা দোষেরও কিছু নয়। বরং আমরা এখানে আজকালকার যুগের উদ্ভট ও বিকৃত ফ্যাশনের কথা বলতে চাইছি। আজকাল ছেলেমেয়েরা খুব বেশি করে এইরকম ফ্যাশন করছে।—১৯৭৪ সালের ১৫ই মে সংখ্যার প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার ৩১৮-১৯ পৃষ্ঠা দেখ।