পাদটীকা
a বিভিন্ন রকমের উপসর্গ দেখা দিতে পারে তবে সবগুলোই স্যাগাস রোগের উপসর্গ নয়। এখানে শুধু সাধারণ কয়েকটা উপসর্গ দেওয়া হয়েছে কিন্তু এগুলো দেখে যেন কেউ রোগ নির্ণয় করার চেষ্টা না করেন। অনেকের বেলায় রোগ একেবারে চূড়ান্ত অবস্থায় না পৌঁছানো পর্যন্ত এই রোগের কোন উপসর্গ দেখা যায় না।