পাদটীকা
a জটিলতাগুলোর অন্তর্ভুক্ত হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা, প্রান্তীয় ধমনী রোগ এবং স্নায়ু অকেজো হয়ে পড়া। পায়ে পর্যাপ্ত রক্ত সরবরাহ না হওয়ায় ঘা হতে পারে, যা তীব্র হলে আক্রান্ত পা কেটে ফেলার প্রয়োজন হয়। এ ছাড়া, ডায়াবিটিসের কারণে প্রায়ই বয়স্করা অন্ধ হয়ে যায়।