পাদটীকা
e এদের মধ্যে কয়েক জন ওষুধ খেয়ে উপকার পেয়েছিলেন। এর অন্তর্ভুক্ত সেই ওষুধগুলো, যেগুলো অগ্নাশয়কে বেশি করে ইনসুলিন নির্গত করতে উদ্দীপিত করে, অন্য ওষুধগুলো রক্তশর্করার বৃদ্ধিকে ধীরগতি করে এবং অন্যগুলো ইনসুলিন প্রতিবন্ধকতাকে কমায়। (টাইপ ১ ডায়াবিটিসের জন্য সাধারণত মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয় না।) বর্তমানে, ইনসুলিন মুখে খাওয়া যায় না কারণ পরিপাকক্রিয়া এই প্রোটিনকে রক্তপ্রবাহে পৌঁছানোর আগেই ভেঙে ফেলে। ইনসুলিন চিকিৎসাপ্রণালী বা মুখে খাওয়ার ওষুধ কোনোটাই, ব্যায়াম ও সুষম খাবারের প্রয়োজনকে দূর করতে পারে না।