পাদটীকা
f চিকিৎসাবিষয়ক কর্তৃপক্ষরা যাদের ডায়াবিটিস রয়েছে তাদের সবসময় একটা পরিচয়পত্র বহন করার ও ট্যাগ লাগানো এমন কোনো ব্রেসলেট বা চেইন পরতে সুপারিশ করে থাকে, যেখানে তাদের যে ডায়াবিটিস রয়েছে তা বলা থাকে। জরুরি মুহূর্তে এই জিনিসগুলো জীবন বাঁচাতে পারে। উদাহরণস্বরূপ, রক্তে চিনির পরিমাণ কমে যাওয়াকে অন্য কোনো অসুস্থতা বা মদ খাওয়ার ফলে ঘটা সমস্যা বলে ভুল বোঝা হতে পারে।