পাদটীকা
a সচেতন থাক! পত্রিকার এই ধারাবাহিক প্রবন্ধে কয়েক জন গণ্যমান্য শিশু তত্ত্বাবধায়ক বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে কারণ এই ধরনের পর্যবেক্ষণ বাবামাদের জন্য উপকারী এবং তথ্যবহুল হতে পারে। তা সত্ত্বেও, এটা স্বীকার করতেই হবে যে, এইরকম দৃষ্টিভঙ্গি প্রায়ই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত এবং সংশোধিত হয়, যেগুলো সচেতন থাক! পত্রিকা নিঃসন্দেহে বাইবেলভিত্তিক যে-মানগুলো তুলে ধরে, সেগুলোর বিপরীত।