পাদটীকা
a এই মহামারী বেশ কয়েকটা আকার নিয়েছিল, যার মধ্যে রয়েছে বুবানিক (দ্রুত সংক্রামক) মহামারী এবং নিউমোনিক (ফুসফুসীয়) মহামারী। মূলত ইঁদুরদের দ্বারা বাহিত রক্তপায়ী ইঁদুরমাছি বুবানিক মহামারী ছড়ায় আর সংক্রামিত ব্যক্তিদের হাঁচি ও কাশির মাধ্যমে বেশির ভাগ সময় নিউমোনিক মহামারী ছড়ায়।