পাদটীকা
a আন্তর্জাতিক টিকাদান অভিযানের মাধ্যমে রোগ দমন করার ক্ষেত্রে গুটিবসন্ত ছিল এক আদর্শ উদাহরণ কারণ গুটিবসন্তের ভাইরাস বেঁচে থাকার জন্য কোনো মানুষের শরীরে থাকতে হবে কিন্তু ইঁদুর বা পোকামাকড়ের মতো উপদ্রবকর রোগের বাহকগুলো, যেগুলো নানা রোগ ছড়ায় সেগুলোর ক্ষেত্রে তা ছিল না।
[চিত্র]
ইথিওপিয়ার একটা ছেলেকে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে
[সৌজন্যে]
© WHO/P. Virot