পাদটীকা
a “মমি” শব্দটি আরবি শব্দ মুমিয়া থেকে এসেছে, যেটির অর্থ “বিটুমিন” অথবা “পিচ।” এগুলো দেখতে কালো হওয়ায় এই শব্দটিকে মূলত রজনে-সিক্ত শবগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। এখন এটাকে যেকোনো সংরক্ষিত দেহের—মানুষ অথবা জীবজন্তুর—ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তা সেই সংরক্ষণ দুর্ঘটনাক্রমে হোক কিংবা ইচ্ছা করেই হোক।