পাদটীকা
a কুকুর প্রজননবিদরা তাদের পশুগুলোকে ভাল করে বেছে তাদের মধ্যে মিলন ঘটাতে পারে, যাতে পর্যায়ক্রমে তাদের বংশধরদের তাদের পূর্বসূরিদের চেয়ে খাটো পা অথবা লম্বা লোম হয়। তবে, কুকুর প্রজননবিদরা যে-পরিবর্তনগুলো ঘটাতে পারে, সেগুলো প্রায়ই জিনের কার্যাবলি হ্রাস পাওয়ার ফলে হয়ে থাকে। উদাহরণস্বরূপ, ডাকশুন্ড প্রজাতির কুকুরের আকার ছোট হওয়ার কারণ হচ্ছে তরুণাস্থির স্বাভাবিক বৃদ্ধির ব্যর্থতা, যার ফলে বামুন আকৃতির কুকুরের জন্ম হয়।