পাদটীকা
b যদিও এই প্রবন্ধে “প্রজাতি” শব্দটি বার বার ব্যবহৃত হয়েছে কিন্তু এটা লক্ষণীয় যে, এই শব্দটি বাইবেলের বই আদিপুস্তকে পাওয়া যায় না, যেখানে আরও অনেক ব্যাপক অর্থবহ শব্দ “জাতি” ব্যবহৃত হয়েছে। প্রায়ই বিজ্ঞানীরা যেটাকে কোনো একটা নতুন প্রজাতির বিবর্তন বলে থাকে, তা শুধুমাত্র একটা ‘জাতির’ মধ্যে সামান্য পার্থক্যকে বোঝায়, যে-অর্থে এই শব্দটি আদিপুস্তকের বিবরণে ব্যবহৃত হয়েছে।