পাদটীকা
a একজন দাঁতের ডাক্তার তার রোগীকে সাহায্য করার জন্য কী করতে পারেন, এই প্রবন্ধটি সেই বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে। আপনার দাঁতের সুরক্ষার জন্য আপনি কী করতে পারেন, সেই বিষয়ে তথ্যের জন্য দয়া করে ২০০৫ সালের ৮ই নভেম্বর সংখ্যার সচেতন থাক! (ইংরেজি) পত্রিকায়, “কীভাবে আপনি আপনার হাসি ধরে রাখতে পারেন?” নামক প্রবন্ধটি দেখুন।