পাদটীকা
a জীবাশ্ম পালক নেওয়া হয়েছে আর্কিওপটেরিক্স নামে এক অধুনালুপ্ত প্রাণী থেকে, যেটাকে আধুনিক পাখিদের বংশধারায় এক “মিসিং লিংক” (বিবর্তনের ধারায় অন্তর্ভুক্ত এক লুপ্ত রূপ) হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু, অধিকাংশ জীবাশ্মবিদ এটাকে আর আধুনিক পাখিদের পূর্বরূপ বলে বিবেচনা করে না।