পাদটীকা
a খুব কমসংখ্যক ব্যক্তির ক্ষেত্রে শোক হয়তো খুবই গভীর ও দীর্ঘস্থায়ী হয়। আর এর ফলে যে-মানসিক রোগ হতে পারে, সেটাকে বলা হয় “কমপ্লিকেটেড গ্রিফ” বা “ক্রনিক গ্রিফ।” তাদের হয়তো পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে সাহায্য প্রয়োজন আর তা লাভ করে তারা উপকৃত হতে পারে।