পাদটীকা
b কিছু দেশে এমন চিকিৎসাকেন্দ্র, হাসপাতাল এবং সুস্থ হওয়ার কার্যক্রম রয়েছে, যেগুলো মদ্যপায়ী ব্যক্তিদের ও তাদের পরিবারকে সাহায্য করার ক্ষেত্রে দক্ষ। এই ধরনের সাহায্য লাভের চেষ্টা করবে কি না, তা এক ব্যক্তিগত বিষয়। ওয়াচ টাওয়ার সোসাইটি কোনো নির্দিষ্ট চিকিৎসাকে অনুমোদন করে না। কিন্তু, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে সাহায্য নিতে গিয়ে একজন ব্যক্তি এমন কাজকর্মে জড়িয়ে না পড়েন, যেগুলো শাস্ত্রীয় নীতিগুলোর ব্যাপারে আপোশ করে।