পাদটীকা
a আগ্রহের বিষয় হল, যে-ইব্রীয় শব্দকে “অন্তরঙ্গতা” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা আমোষ ৩:৭ পদে ব্যবহৃত হয়েছে, যেটা বলে যে সার্বভৌম প্রভু যিহোবা তাঁর দাসদের কাছে “গূঢ় মন্ত্রণা” প্রকাশ করেন, তিনি যা করবেন বলে উদ্দেশ্য করেন তা আগে থেকে তাদের জানান।