পাদটীকা
a গালীল সমুদ্রে হঠাৎ করে ঝড় ওঠা সাধারণ ব্যাপার ছিল। সমুদ্রের অবস্থান নিচে থাকার কারণে (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০ মিটার নিচে), আশেপাশের এলাকা থেকে সেখানকার বায়ু অনেক বেশি গরম থাকে আর এটাই বায়ুমণ্ডলে অশান্ত অবস্থার সৃষ্টি করে। উত্তরে অবস্থিত, হর্মোণ পর্বত থেকে জর্দন উপত্যকায় প্রবল বায়ু নেমে আসে। এক মুহূর্তের শান্ত অবস্থা হয়তো প্রবল ঝড়ে পরিণত হতে পারে।