পাদটীকা
a “বিচার করিও না” এবং “দোষী করিও না” এই অনুবাদগুলো “বিচার করতে শুরু কোরো না” এবং “দোষ দিতে শুরু কোরো না” অভিব্যক্তিগুলোকে ইঙ্গিত করে। যাই হোক, মূল ভাষায় বাইবেল লেখকগণ এখানে (ঘটমান) বর্তমান কালে নেতিবাচক আদেশগুলো ব্যবহার করে। অতএব বর্ণিত কাজগুলো সেই সময় চলছিল কিন্তু সেগুলো বন্ধ করতে হয়েছিল।