পাদটীকা
b দ্বিতীয় তীমথিয় ৪:২ পদে, বাইবেল বলে যে প্রাচীনদের মাঝে মাঝে ‘অনুযোগ করিতে, ভর্ৎসনা করিতে, চেতনা দিতে’ হবে। “চেতনা” (প্যারাকেলিও) হিসেবে অনুবাদিত গ্রিক শব্দের মানে হতে পারে, “উৎসাহ দেওয়া।” এর সঙ্গে সম্পর্কযুক্ত একটা গ্রিক শব্দ প্যারাক্লিটস্ আইনসংক্রান্ত ব্যাপারে একজন উকিলকে বোঝাতে পারে। তাই, প্রাচীনরা যখন দৃঢ়ভাবে তিরস্কার করে, তখনও যাদের আধ্যাত্মিক সাহায্যের দরকার আছে, তাদের জন্য তারা সাহায্যকারী হয়ে থাকে।