পাদটীকা
a উদাহরণ হিসেবে বলা যায়, দায়ূদ যিনি একজন মেষপালক ছিলেন তিনি তার মেষপালকের জীবন থেকে বিভিন্ন উদাহরণ ব্যবহার করেছেন। (গীতসংহিতা ২৩) মথি একজন করগ্রাহী ছিলেন আর তিনি অনেকবার সংখ্যা এবং টাকার মূল্য সম্বন্ধে উল্লেখ করেছেন। (মথি ১৭:২৭; ২৬:১৫; ২৭:৩) লূক একজন চিকিৎসক ছিলেন আর তিনি যে-শব্দগুলো ব্যবহার করেন, তাতে তার চিকিৎসাবিদ্যার অভিজ্ঞতা প্রকাশ পায়।—লূক ৪:৩৮; ১৪:২; ১৬:২০, ২১.