পাদটীকা
b একেকটা মুদ্রা ছিল এক লেপ্টন, অর্থাৎ সেই সময়ে প্রচলিত সর্বাপেক্ষা ক্ষুদ্র যিহুদি মুদ্রা। দুই লেপ্টা ছিল এক দিনের মজুরির ১/৬৪ ভাগের সমান। এই দুই মুদ্রা এমনকি একটা চড়ুই পাখি কেনার জন্যও যথেষ্ট ছিল না, যেটা ছিল গরিব লোকেদের খাদ্য হিসেবে ব্যবহৃত সবচেয়ে সস্তা পাখি।