পাদটীকা
b অন্যান্য শাস্ত্রীয় উক্তিগুলোর তুলনামূলক গঠনবিন্যাস রয়েছে। উদাহরণস্বরূপ, “ঈশ্বর জ্যোতি” এবং ‘ঈশ্বর গ্রাসকারী অগ্নি।’ (১ যোহন ১:৫; ইব্রীয় ১২:২৯) কিন্তু এগুলোকে রূপক অর্থে বুঝতে হবে কারণ এগুলো যিহোবাকে প্রাকৃতিক বিষয়ের সঙ্গে তুলনা করে। যিহোবা জ্যোতির মতো কারণ তিনি পবিত্র এবং ধার্মিক। তাঁর মধ্যে কোনো “অন্ধকার” বা অশুচিতা নেই। আর তাঁর ধ্বংসাত্মক শক্তি ব্যবহারের জন্য তাঁকে আগুনের সঙ্গে তুলনা করা যেতে পারে।