পাদটীকা
a রব্বিদের নিয়মগুলো উল্লেখ করেছিল যে, কারোরই একজন কুষ্ঠরোগীর চার কিউবিটের (প্রায় ১.৮ মিটার) মধ্যে আসা উচিত নয়। কিন্তু যদি বাতাস বইত, তা হলে কুষ্ঠরোগীর কাছ থেকে ১০০ কিউবিট (প্রায় ৪৫ মিটার) দূরে থাকতে হতো। মিডরেস রাব্বা একজন রব্বি সম্বন্ধে বলে, যিনি কুষ্ঠরোগীদের দেখে পালিয়ে যেতেন এবং আরেকজন সম্বন্ধে বলে যিনি কুষ্ঠরোগীদের দূরে রাখার জন্য তাদের দিকে পাথর ছুঁড়ে মারতেন। তাই, কুষ্ঠরোগীরা প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা এবং ঘৃণিত ও অবাঞ্ছিত হওয়ার অনুভূতি সম্বন্ধে জানত।