পাদটীকা
a এর মানে এই নয় যে, যারা আপনার বিরোধিতা করে তারা ব্যক্তিগতভাবে শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু, শয়তান হচ্ছে এই যুগ বা বিধিব্যবস্থার দেব এবং সমগ্র জগৎ তার ক্ষমতাধীনে রয়েছে। (২ করিন্থীয় ৪:৪; ১ যোহন ৫:১৯) তাই আমরা আশা করতে পারি যে, ধার্মিকভাবে জীবনযাপন করা লোকেদের কাছে এক অপ্রিয় পথ হবে এবং কেউ কেউ আপনার বিরোধিতা করবে।