পাদটীকা
a ইব্রীয় শাস্ত্র-এ ‘সংবেদ’ বা বিবেকের জন্য কোনো নির্দিষ্ট শব্দ আসেনি। কিন্তু, এইরকম উদাহরণগুলোতে বিবেকের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। যদিও এখানে বিবেক শব্দটা ব্যবহার করা হয়নি কিন্তু ইয়োব যা বলেছিলেন, তা তার বিবেকেরই প্রতিক্রিয়া ছিল। খ্রিস্টান গ্রিক শাস্ত্র-এর মধ্যে যে-গ্রিক শব্দটাকে ‘সংবেদ’ বা বিবেক হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা প্রায় ৩০ বার এসেছে।