পাদটীকা
c যে-ভাইদের জেরুসালেমে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে হয়তো তীত ছিলেন। তিনি একজন গ্রিক খ্রিস্টান ছিলেন, যিনি পরবর্তী সময়ে পৌলের একজন বিশ্বস্ত সঙ্গী হয়েছিলেন। (গালা. ২:১; তীত ১:৪) তীত নিজেই এই বিষয়টার এক বড়ো উদাহরণ ছিলেন যে, অচ্ছিন্নত্বক ন-যিহুদি খ্রিস্টানদের পবিত্র শক্তির মাধ্যমে অভিষিক্ত করা হয়েছে।—গালা. ২:৩.