পাদটীকা
b তর্তুল্ল, ফীলিক্সকে ধন্যবাদ জানিয়ে বলেন: “মহামান্য ফীলিক্স, আপনার কারণে আমরা মহাশান্তিতে জীবনযাপন করছি।” কিন্তু, এই প্রশংসা মিথ্যা ছিল। আসলে, ফীলিক্সের আমলে সবচেয়ে বেশি অশান্তি ছিল। তর্তুল্লের এই কথাটাও মিথ্যা ছিল যে, ফীলিক্স যিহুদিয়ায় শান্তি আনার জন্য অনেক প্রচেষ্টা করছে আর যিহুদিরা তার প্রতি ‘সম্পূর্ণ কৃতজ্ঞ’ ছিল। কিন্তু, সত্য বিষয়টা হল, বেশিরভাগ যিহুদি ফীলিক্সকে ঘৃণা করত কারণ তিনি তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন এবং তাদের বিদ্রোহ থামানোর জন্য তাদের সঙ্গে অনেক কঠোর আচরণ করেছিলেন।—প্রেরিত ২৪:২, ৩.