পাদটীকা
a শমূয়েল নিজে অগাগকে হত্যা করেছিলেন। সেই দুষ্ট রাজা বা তার পরিবারের কেউই ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না। বহু শতাব্দী পর, অগাগের বংশধরদের মধ্যে ‘অগাগীয় হামন,’ ঈশ্বরের লোকেদের পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন।—ইষ্টের ৮:৩; এই প্রকাশনার ১৫ ও ১৬ অধ্যায় দেখুন।