পাদটীকা
a খ্রিস্টপূর্ব ৪৫৫ সাল থেকে খ্রিস্টপূর্ব ১ সাল পর্যন্ত ৪৫৪ বছর হয়। খ্রিস্টপূর্ব ১ সাল থেকে ১ খ্রিস্টাব্দ পর্যন্ত এক বছর হয় (কারণ, এর মাঝে কোনো শূন্য বছর নেই)। আর ১ খ্রিস্টাব্দ থেকে ২৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৮ বছর হয়। আমরা যদি ৪৫৪ বছর, ১ বছর এবং ২৮ বছর একসঙ্গে যোগ করি, তা হলে সব মিলিয়ে ৪৮৩ বছর হয়।