পাদটীকা
e লূক ২১:২৪ পদের পরে, অনেকে লূকের বর্ণনায় একটি পরিবর্তন লক্ষ্য করেন। ডাঃ লিয়ন্ মরিস্ উল্লেখ করেছেন: “যীশু পরজাতীয়দের সময় সম্বন্ধে বলতে শুরু করেছিলেন। . . . অধিকাংশ পণ্ডিতেরা মনে করেন যে এখন মনুষ্য পুত্রের আগমনের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে।” অধ্যাপক আর্. গিনস্ লিখেছেন: মনুষ্য পুত্রের আগমন—(মথি ২৪:২৯-৩১; মার্ক ১৩:২৪-২৭). ‘পরজাতীয়গণের সময়’ সম্বন্ধে উল্লেখ এই বিষয়বস্তুর ভূমিকা হিসাবে কাজ করে; [লূকের] দৃষ্টিভঙ্গি এবার যিরূশালেমের ধ্বংসাবশেষ থেকে ভবিষ্যতের দিকে পরিচালিত হয়েছে।”