পাদটীকা
a সম্মেলনে এবং মণ্ডলীতে মাসে একবার, কত দান পাওয়া হয়েছে এবং কত খরচ হয়েছে সেই সম্বন্ধে সংক্ষেপে উল্লেখ করা হয়। এইধরনের দান কিভাবে ব্যবহৃত হচ্ছে, কখনও কখনও সেই সম্বন্ধে চিঠি পাঠানো হয়। এইভাবে সকলকে যিহোবার সাক্ষীদের বিশ্বব্যাপী কাজের আর্থিক অবস্থা সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়।