পাদটীকা
b ঈশ্বরবাদীরা দাবি করে যে, ঈশ্বর অনেকটা, একজন ঘড়ি নির্মাতার মতো তাঁর সৃষ্টিকে গতিশীল রেখেছেন এবং সম্পূর্ণরূপে নিজেকে তাদের কাছ থেকে সরিয়ে রাখার দ্বারা, তাঁর উদাসিনতা প্রকাশ করেছেন। আধুনিক উত্তরাধিকার (ইংরাজি) নামক বইটির মন্তব্য অনুসারে, ঈশ্বরবাদীরা “বিশ্বাস করে যে হতাশার ফলে, নাস্তিকতার এই ভ্রমের জন্ম কিন্তু ক্যাথলিক গির্জার কর্তৃত্বব্যাঞ্জক কাঠামো এবং তাদের কঠোর ও অসহনীয় মতবাদগুলি আরও অনেক বেশি বেদনাদায়ক।”