পাদটীকা
a যোসেফাস বর্ণনা দেন যে আক্রমণকারী রোমীয়রা শহরটিকে ঘিরে ফেলে, সুড়ঙ্গ কেটে প্রাচীরের একটি অংশকে দুর্বল করে দেয় আর যিহোবার মন্দিরের প্রবেশদ্বারে আগুন লাগানোর জন্য উদ্যত হয়। ভিতরে আটকে পড়া বহু যিহূদীদের জন্য এটি ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছিল কারণ তারা তাদের আসন্ন মৃত্যুকে দেখতে পেয়েছিল।—যিহূদীদের যুদ্ধ (ইংরাজি) পুস্তক ২য়, অধ্যায় ১৯.