পাদটীকা
a কিছু বাইবেল এবং প্রাচীন গ্রীক পাণ্ডুলিপি বলে যে যীশু “বাহাত্তর জন” শিষ্যকে পাঠিয়েছিলেন। কিন্তু, অসংখ্য পাণ্ডুলিপি “সত্তর জন” উদ্ধৃতিটিকে সমর্থন করে। যাই হোক না কেন, এই পরিভাষাগত পার্থক্যটি মুখ্য বিষয়টিকে খর্ব করে না যে যীশু প্রচার করার জন্য তাঁর শিষ্যদের এক বৃহৎ দলকে পাঠিয়েছিলেন।